ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এমডব্লিউসি’তে হুয়াওয়ের নতুন পি১০ ও পি১০ প্লাস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৭
এমডব্লিউসি’তে হুয়াওয়ের নতুন পি১০ ও পি১০ প্লাস হুয়াওয়ের নতুন পি১০ ও পি১০ প্লাস

স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের (এমডব্লিউসি) এবারের আসরে হুয়াওয়ে তাদের নতুন পি১০ ও পি১০ প্লাস উন্মোচনের ঘোষণা করল। পোর্ট্রেট ফটোগ্রাফিকে নতুন মাত্রা দিতে ফোন দু’টিতে রয়েছে ‘প্রফেশনাল স্টুডিও লাইক এফেক্টস’।

হুয়াওয়ে ও প্যানটোন কালার ইনস্টিটিউটের বিশেষ অংশীদারিত্বে “পি১০ ও পি১০” প্লাসে কাজ করা হয়েছে সর্বাধুনিক ‘অন-ট্রেন্ড কালারস’ নিয়ে।

ডিভাইসগুলোতে নতুন মাত্রা যোগ করেছে অভিনব ‘হাইপার ডায়মন্ড-কাট ফিনিশ’।

স্মার্টফোনের ক্ষেত্রে ফোনের রিয়ার ক্যামেরার সম্পূরক হিসেবে প্রথমবারের মতো ফোন দুটির সামনে দেয়া হয়েছে লাইকা ফ্রন্ট ক্যামেরা। এর বিশেষ ফিচারগুলোর মধ্যে রয়েছে ‘স্টুডিও লাইক রি-লাইটিং’ ও ‘থ্রিডি ফেসিয়াল ডিটেকশন’ প্রযুক্তি। যার ফলে যেকোনো পরিবেশেই এর মাধ্যমে তোলা যাবে চমৎকার ছবি।

এছাড়াও, হুয়াওয়ে হাইব্রিড জুমের সাহায্যে ছবি তোলার সময় পুরো ছবির স্পষ্টতা ঠিক রেখে ছবির নির্দিষ্ট জায়গায় ফোকাস করার সুবিধা পাওয়া যাবে। ‌আর এ সমস্ত বৈশিষ্ট্যগুলো পি১০ ও পি১০ প্লাসকে এ সময়ের বিশ্বের সবচেয়ে উন্নত ফটোগ্রাফি স্মার্টফোনের খেতাব এনে দিয়েছে।

আর কালার ও ডিজাইনের কথা বললে পি১০ ও পি১০ প্লাস স্থাপন করেছে এক দৃষ্টান্ত। এজন্য হুয়াওয়ে প্যানটোন কালার ইন্সটিটিউটের সাথে যৌথভাবে দু’টি প্যানটোন কালার নির্বাচন করেছে। একটি ‘প্যানটোন অফিসিয়াল কালার অব দ্য ইয়ার ২০১৭’ প্যানটোন গ্রিনারি এবং আরেকটি ‘ডিপ ব্লু শেড’ যা হুয়াওয়ে দিচ্ছে ড্যাজলিং ব্লু হিসেবে। এ কালার ছাড়াও সিরামিক হোয়াইট, ড্যাজলিং গোল্ড, প্রেস্টিজ গোল্ড, গ্রাফাইট ব্ল্যাক, রোজ গোল্ড ও মিস্টিক সিলভার কালারেও পাওয়া যাবে।

ফোন দুটিতে উন্নত ডিজাইনের পাশাপাশি রয়েছে সুপার ফাস্ট চার্জিং ও হাই পারফরমেন্স ফাংশন।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের সিইও রিচার্ড ইউ বলেন, হুয়াওয়ে পি১০ ও পি১০ প্লাসকে আমরা এমন স্মার্টফোন তৈরি করেছি যা পোর্ট্রেট ফটোগ্রাফিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং একে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। ফোনগুলোর ভেতরের মতো বাইরেও আকর্ষণীয় করে তুলতে হুয়াওয়ে যৌথভাবে কাজ করেছে প্যানটোন কালার ইন্সটিটিউটের সাথে।

ইউরোপ ও চীনের বাজারে চলতি মাস থেকেই এবং এপ্রিলে পর্যায়ক্রমে এশিয়া, লাতিন আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ায় পাওয়া যাবে হুয়াওয়ের নতুন এই দুটি ফোন।

হুয়াওয়ে বাংলাদেশ ব্রাঞ্চ সংশ্লিষ্ট সুত্র মতে, বাংলাদেশের বাজারেও পি১০ ও পি১০ প্লাসের দেখা মিলবে শীঘ্রই।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।