শুক্রবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে একথা জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আইএসপি লাইসেন্সের বার্ষিক ফি বাড়ানোর প্রস্তাবটি পাস হলে ইন্টারনেট শিল্প হুমকির মুখে পড়বে।
এতে ইন্টারনেটের দাম যেখানে কমানোর কথা বলা হচ্ছে সেখানে তা আরও বেড়ে যাবে। যা সাইবার ক্যাফে বাড়ানোর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে বলে জানান বক্তারা।
মানববন্ধনে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুজন, যুগ্ম সম্পাদক মো. অলি উল্লাহ, সাবেক কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
ইউএম/আরআর/এএ