মোট ৩০টি প্রতিষ্ঠান ৫০০’র বেশি পদের জন্য চাকরি অফার নিয়ে মেলায় অংশ নেয়। প্রথমদিন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার ও বিডিজবসের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মেলায় প্রায় ১৫,০০০ র্প্রাথী তাদের সিভি জমা দেন, যার মধ্যে প্রায় ২ হাজার র্প্রাথীকে প্রথম দিনই বাছাই করে প্রতিষ্ঠানগুলো।
মেলার শেষ দিন ২৩ র্মাচ র্প্রাথীদের ইন্টারভিউ নেওয়া হয়।
আয়োজক সূত্র মতে, বিডিবস এবছর ঢাকার বাহিরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতে একই ধরণের চাকরি মেলার আয়োজন করবে।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এসজেডএম