ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সীমান্ত সুরক্ষা কাজ ডিজিটালাইজেশনে অ্যাপ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
সীমান্ত সুরক্ষা কাজ ডিজিটালাইজেশনে অ্যাপ সীমান্ত সুরক্ষা কাজ ডিজিটালাইজেশনে অ্যাপ

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত টহল কার্যক্রমের সুবিধার্থে ‘সীমান্ত রক্ষা’ নামে একটি অ্যাপ চালু হচ্ছে।

রোববার (২৬ মার্চ) বিজিবি’র সহকারী পরিচালক মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বিজিবি প্রতিদিনই সীমান্ত এলাকায় টহল দিয়ে থাকে।

টহলের সময় বিজিবির সদস্যরা সীমান্ত পিলার পর্যবেক্ষণ করার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতে হয়।
তবে তা এতোদিন ডিজিটালাইজেশনের আওতায় ছিলো না।

এবার স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবি ‘সীমান্ত রক্ষা’ নামে অ্যাপটি উদ্বোধন করতে যাচ্ছে। এটি উদ্বোধনের মাধ্যমে সীমান্ত সুরক্ষা কাজের ডিজিটালাইজেশন শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৭
আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।