আগামী ২৯ মার্চ (বুধবার) স্যামসাং তার ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস ৮ উন্মুক্ত করতে যাচ্ছে। তার আগের দিন অর্থাৎ ২৮ মার্চ (মঙ্গলবার) সকালে সিঙ্গাপুরে এর একটি স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে ‘আগুন লাগা’র বিষয়টি স্যামসাংয়ের জন্য নতুন নয়। এমন বহু ঘটনায় গত বছর গ্যালাক্সি এস ৭ হ্যান্ডসেটটিকে ‘বাতিল’ করতে হয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে। এতে বহু মানুষের দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, নিরাপত্তা ইস্যুতে গ্যালাক্সি এস ৭ হ্যান্ডসেট নিয়ে যাত্রীদের উড়াল দেওয়া নিষিদ্ধ করে বিশ্বের বিভিন্ন দেশের এভিয়েশন কর্তৃপক্ষ।
এদিকে স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনায় দেওয়া এক বিবৃতিতে পরবর্তীতে আরো সর্তক থাকার কথা বলেছে স্যামসাং। তবে এতে ওই স্টোরের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, হলেও কী পরিমাণ সে বিষয়ে কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জেডএস