বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ১৫তম এই আয়োজন নিয়ে মঙ্গলবার (২৮ মার্চ) আগারগাঁওয়ের আইডিবি ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পাশাপাশি মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা।
কিন্তু অনিবার্য কারণ উল্লেখ করে বুধবার (২৯ মার্চ) বিসিএস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলা পূর্বনির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। দিন পিছিয়ে ‘সিটিআইটি ফেয়ার-২০১৭ ’র নতুন দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।
এছাড়া মেলার অন্যান্য সব প্রস্ত্ততির কোনো পরিবর্তন না এনে আগের মতোই রাখা হয়েছে। ৯ দিনব্যাপী এ মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন ১০ টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশ মূল্য ২০ টাকা। আর প্রবেশ টিকিট নিয়ে প্রতিদিন অনুষ্ঠিত হবে ৠাফেল ড্র।
তবে শিক্ষার্থীরা পরিচয় পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এবারের মেলার স্পন্সর হিসেবে রয়েছে আসুস, এসার, ডেল, এইচপি, লেনোভো ও রাপু।
বাংলদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এসজেডএম