সরকারে আইসিটি বিভাগের উদ্যোগ এবং বিডিওএসএন এর সহযোগিতায় দেশব্যাপী শুরু হওয়া জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা গত ২৮ মার্চ চট্টগ্রামের আনোয়ারা ও ২৯ মার্চ নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলায় সফলভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে প্রোগ্রামিং প্রতিযোগিতার এই সংস্কৃতি উপজেলাতে পৗছে দিল আয়োজকরা।
সূত্র মতে, এ বছর প্রাথমিকভাবে তিনটি উপজেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, দেশের হাইস্কুল শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় ও তাদের দক্ষতা বাড়ানোর জন্য সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ তৃতীয়বারের মতো জাতীয় হাইস্কুল আইসিটি কুইজ ও প্রোগ্রমিং প্রতিযোগিতার আয়োজন করেছে।
১৬টি আঞ্চলিক ও ৩টি উপজেলা পর্যায়ের বিজয়ীরা বিজয়ীরা আগামী ৭ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠেয় জাতীয় পর্বে অংশ নেবে। এরপর ধারাবাহিক নির্বাচনের মাধ্যমে ইরানের তেহরানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশের সদস্যদের নির্বাচন করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এসজেডএম