এ সময় সিটিও ফোরামের সভাপতি চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্য সম্পর্কে বলেন, সিটিও ফোরাম তার সদস্যদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চালু করেছে। এরই অংশ হিসেবে আমরা আজকে পিএম-এস্পায়ারের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছি।
তিনি জানান, আগামী ৬ ও ৭ মে দুইদিনের প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর একটি ট্রেনিং আয়োজন করা হয়েছে। এতে পিএম-এস্পায়ার আমাদেরকে কোর্সের যাবতীয় কারিগরী সহায়তা প্রদান করবে। সিটিও ফোরামের ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত পাওয়া যাবে।
পিএম-এস্পায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর ১০টিরও বেশি দেশে গত ১২ বছর ধরে প্রশিক্ষণের ব্যাবস্থা করেছি। আজ আমরা সিটিও ফোরামের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি এর মাধ্যমে আমরা সকলে উপকৃত হব।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটিও ফোরামের সাধারণ সম্পাদক ড. ইজাজুল হক, কোষাধক্ষ্য মো. মঈনুল ইসলাম, পিএম-এস্পায়ারের শামসুন নাহার চৌধুরী, মুশফিকুর রহমান সহ অনেকে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসজেডএম