ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিটিআইটি কম্পিউটার মেলায় তরুণদের আগ্রহ গেমিংয়ে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
সিটিআইটি কম্পিউটার মেলায় তরুণদের আগ্রহ গেমিংয়ে সিটিআইটি কম্পিউটার মেলার গেমিং জোনে দর্শণার্থীরা

ঢাকার আগারগাঁওয়ের আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে আট দিনব্যাপী  ‘সিটি আইটি ২০১৭ কম্পিউটার মেলা’ শুরু হয়েছে।

নানা আয়োজনের মধ্য দিয়ে চলা মেলার চতুর্থ দিন আজ। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে থ্রিডি শো, ভিআর শো।

যেগুলো  মেলায় আগত দর্শনার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারছেন। রয়েছে লাল-সবুজের সমন্বয়ে স্কাইলাইট, ফটোবুথ।

এছাড়া প্রতিবারের মতো এবারও গেমারদের জন্য রয়েছে গেমিং জোন। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীত অনুষ্ঠান।

আর প্রযুক্তিপণ্যের ক্রেতারা তাদের পছন্দের পণ্য কিনে সঙ্গে আকর্ষণীয় সব উপহার এবং বিশেষ ছাড় পাচ্ছেন।

মেলার সমন্বয়ক মুসা কামাল মিহির বলেন, মেলা উপলক্ষে ক্রেতাদের ভিড় বাড়ছে। বিশেষকরে তরুণদের আগ্রহ বেশ লক্ষণীয়। তারা পণ্য যেমন কিনছেন, তেমনি গেমিং জোনগুলোতেও গেম খেলছে। ভিআর, থ্রিডি শো দেখছেন তারা।

আগামী ১৩ এপ্রিল পর্যন্ত চলা সিটিআইটি কম্পিউটার মেলা প্রতিদিন ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকছে।

২০ টাকা মূল্যের টিকেটের উপর প্রতিদিন পরিচালিত ৠাফের ড্র’র মাধ্যমে ভাগ্যবান ক্রেতারা কম্পিউটার সহ নানা পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন। শিক্ষার্থীরা পরিচয় পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারছে মেলায়।

এবারের মেলার স্পন্সর হিসেবে রয়েছে আসুস, এসার, ডেল, এইচপি, লেনোভো ও রাপু।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।