বৈশাখের ছুটিতে দেশে-বিদেশে ভ্রমণের ওপর সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠানটি। এছাড়া ‘ঘুরবো থ্রি সিক্সটি ডিগ্রী’ অফারে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে হ্রাসকৃত মূল্যে হোটেল বুকিং সহ নানা সুবিধা।
শুধু মূল্য ছাড়ই নয়, ঘুরবোতে হোটেল বুকিংয়ে পাওয়া যাবে ভ্রমণকালীন সময়ে এক লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা।
দেশের বাহিরে দর্শণীয় স্থানে ঘুরবোর বৈশাখী প্যাকেজের মধ্যে আছে- ৩৩ হাজার টাকায় ১২ দিন ১১ রাত কোলকাতা-দিল্লী-সিমলা-মানালি, ১২ হাজার টাকায় চারদিন তিনরাত কাঠমান্ডু-নাগোরকোট, চারদিন তিনরাত বালি (ইন্দোনেশিয়া) প্যাকেজ জন প্রতি ১৫ হাজার ১০০ টাকা, ১৮ হাজার টাকায় চারদিন তিনরাতের ভুটান ট্যুর সহ আকর্ষণীয় সব প্যাকেজ।
দেশের মধ্যেই যাদের ঘোরাঘুরির পরিকল্পনা রয়েছে তাদের জন্য- ১০ হাজার ৬০০ টাকায় ১ রাত ২ দিন সাজেক কাপল প্যাকেজ, জনপ্রতি ৫ হাজার ৮০০ টাকায় বান্দরবান-কাপ্তাই দুইরাত তিনদিনের প্যাকেজ।
ঘুরবোর পার্টনার ট্যুর অপারেটর মেঘদুতের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জহিরুল আলম বৈশাখী এ আয়োজন প্রসঙ্গে বলেন, ১৩ এপ্রিলে আমাদের ট্যুর প্যাকেজে আমরা খাগড়াছড়ির পানখায়া পাড়া গ্রামে দর্শনার্থীদের আদিবাসীদের সঙ্গে এক রাত থাকার ব্যবস্থা রেখেছি। বান্দরবান প্যাকেজে আমরা ১৫ এপ্রিল কাপ্তাইয়ের একটি গ্রামে যাবো আদিবাসীদের পানি উৎসব দেখতে। আমাদের শ্রীমঙ্গল প্যাকেজে আমরা ১৬ ধরনের ঐতিহ্যবাহী তরকারি (সবজি, ভর্তা) খাওয়াবো। এসব প্যাকেজে খাওয়া সহ বিশেষ স্থানগুলোতে ঘোরার জন্য বৈশাখ উপলক্ষে কোন বাড়তি টাকা নেওয়া হচ্ছেনা।
বিস্তরিত জানতে ঘুরে আসুন www.ghurbo.com/ এবং facebook.com/ghurbo.com সাইটে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসজেডএম