এটিকে ‘মেশ নেটওয়ার্কিং কিট’ বলা হয়ে থাকে। যে কোনো রাউটারের মত একটি বৃহৎ পরিসরে ওয়াইফাই ইন্টারনেট ছড়িয়ে দেয় এই কিট।
এর প্রতিযোগী কিটগুলিতে সাধারণত ৩টি ডিভাইস থাকলেও অরবিতে থাকা ২টি ডিভাইসই পুরো ৫০০০ বর্গফুটেরএকটি বাড়ি বা অফিসে দ্রুত গতির ইন্টারনেট ছড়িয়ে দিতে পারে।
অরবির দুটি ডিভাইস হলো অরবি রাউটার এবং এর স্যাটেলাইট। ডিভাইস দুটি ভিন্ন ভিন্ন স্থানে রেখে ব্যবহার করতে হয়।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসজেডএম