ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অক্টোবরে নতুন আইম্যাক প্রো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
অক্টোবরে নতুন আইম্যাক প্রো অ্যাপল পণ্য

আসছে অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য জায়ান্ট অ্যাপল আইম্যাক প্রো’র নতুন মডেল বাজারে ছাড়তে যাচ্ছে। পাইক ইনিভার্সাম নামে একটি ব্লগ সাইটের সদ্য পোষ্টে অ্যাপলের এ পদক্ষেপের কথাটি উল্লেখের পাশাপাশি প্রত্যাশা ব্যক্ত করে বলা হয়, আমরা নতুন আইম্যাক মডেল পেতে যাচ্ছি।
 

গত সপ্তাহেও অনলাইনে কিছু প্রতিবেদনে একই তথ্য গোচরীভূত হতে দেখা যায়। যেখানে বলা হয়, অ্যাপল তাদের নতুন এবং উন্নতমানের আইম্যাক মডেল এ বছরেই নিয়ে হাজির হতে যাচ্ছে।

তবে ঐসব প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ডিভাইসটি সুনির্দিষ্টভাবে পেশাদার ব্যবহারকারীদের জন্য তৈরি করা হবে।

পাইকের ইউনিভার্সাম ব্লগে এছাড়াও বলা হয়, নতুন আইম্যাক মডেলের ফিচার হিসেবে থাকছে ইন্টেল ই৩০১২৮৫ ভি৬, ১৬ জিবি, ৩২ জিবি অথবা ৬৪ জিবি ইসিসি মেমোরি।

নতুন এই আইম্যাক নিয়ে দাবি করা হয়েছে, এটি ভিআর বা ভার্চূয়াল রিয়েলিটি এবং অ্যাপস নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য ২টিবি পর্যন্ত এসএসডি এবং এমডি গ্রাফিক্স সমর্থন করবে। এছাড়াও থান্ডারবোল্ট থ্রি এবং ইউএসবি টাইপ সি পোর্ট’র উপস্থিতি থাকবে এতে।

টাচ বার যোগে নতুন কিবোর্ড এবং ৮কে ডিসপ্লেও আশা  করা হচ্ছে আসন্ন আইম্যাকটিতে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।