বৈশাখের ভোর থেকেই গুগলের প্রচ্ছদে ফুটে উঠেছে মঙ্গল শোভাযাত্রার একটি ইমেজ-ভিডিও।
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অায়োজনে বের হয় মঙ্গল শোভাযাত্রা।
যা স্থান করে নিয়েছে ইউনেস্কোর অপরিমেয় ঐতিহ্যের তালিকায়। অর্থাৎ এটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ, যা বাঙালির জন্য গর্বের।
গুগলও বাদ যাযনি এই ঐতিহ্য বরণের সুযোগ থেকে। কয়েকটি মুখোশ দিয়ে গুগল সেই মঙ্গল শোভাযাত্রায় শামিল হয়েছে। যাতে রয়েছে বাঘের মুখোশও।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এমঅাইএইচ/আইএ