ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ল্যাপটপ দোয়েল আসছে, তবে এ বছর নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১
ল্যাপটপ দোয়েল আসছে, তবে এ বছর নয়

ঢাকা: আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) উৎপাদিত ল্যাপটপ ‘দোয়েল’ অবশেষে উদ্বোধন হচ্ছে। তবে এ বছরের মতো ওই উদ্বোধনের মধ্যেই তা সীমাবদ্ধ থাকছে।

কারণ চলতি বছর বহুল আলোচিত এই ল্যাপটপ সাধারণ ক্রেতাদের হাতে পৌঁছবে না।

ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩২তম বৈঠকে ‘দোয়েল’ নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি হাসানুল হক ইনু জানিয়েছেন, আগামী অক্টোবর মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ল্যাপটপ উদ্বোধন করবেন। তবে ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু সাংবাদিকদের জানিয়েছেন, আগামী মাসের ১১ তারিখ এই ল্যাপটপ উদ্বোধন করা হবে।

ইনু আরো জানান, উদ্বোধনের পর থেকেই বাজারজাত শুরু হলেও প্রথম পর্যায়ে শুধুমাত্র সরকারি সংস্থার চাহিদা মোতাবেক তা সরবরাহ করা হবে।

সূত্র জানায়, টেশিসের মাসিক উৎপাদন ক্ষমতা ১০ থেকে ১২ হাজার। সেই হিসাবে সরকারি সংস্থাগুলোর চাহিদা পূরণ করতেই এক বছরের বেশি সময় লাগবে।

সংবাদ সম্মেলনে ইনু জানান, এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ১ লাখ ল্যাপটপের চাহিদা টেশিসকে দিয়েছে।

এক প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘সাধারণ ভোক্তাদের হাতে এই ল্যাপটপ আসতে কিছুটা সময় লাগবে। আগে সরকারি সংস্থাগুলোর চাহিদা পূরণ করা হবে। ’

ল্যাপটপের দাম কত হবে তা জানতে চাইলে ইনু সাংবাদিকদের বলেন, ‘এখনও সর্বনি¤œ দাম চূড়ান্ত করা হয়নি। তবে ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ’

কমিটি টেশিসকে মোবাইল হ্যান্ডসেট ও মডেম উৎপাদনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বলেও ইনু জানান।

ইনু বলেন, ‘মোবাইল হ্যান্ডসেটের দাম ১ হাজার থেকে ১২শ’ টাকার মধ্যে রাখার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে হ্যান্ডসেটের ব্যাটারির চার্জ যাতে ন্যূনতম এক সপ্তাহ থাকে সেই ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে। ’

কমিটির বৈঠকে এ পর্যন্ত করা সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্র জানায়।

এ প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, ‘কমিটি যেসব সুপারিশ করেছে তার অনেকগুলোই মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে। কিছু বিষয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত বলে এখন পর্যন্ত বাস্তবায়ন করা যায়নি। ’

ইনু বলেন, ‘কমিটি টেলিকম ও ইন্টারনেট যন্ত্রপাতিসহ সিম কার্ড ও হ্যান্ডসেটের উপর আরোপিত শুল্ক কমানোর যে সুপারিশ করেছিলো তার উপর একটি প্রতিবেদন তৈরি করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। ’
 
ছয়টি প্রতিষ্ঠানকে টেরিস্টোরিয়াল ক্যাবল লাইসেন্স প্রদান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘যথাযথ নিয়ম অনুসরণ করেই মন্ত্রণালয় এই লাইসেন্স দিয়েছে। ’

প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

ইনু বলেন, ‘পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ পরিবেশন হওয়ায় আজকের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ’

ইন্টারনেটে বাংলা ভাষা ব্যবহারের প্রযুক্তিগত কাজ আগামী ২ মাসের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।