গুগলের ইমেজ সার্চ অ্যাপে এই আপডেটের ঘোষণা দেওয়া হয়েছে। গুগলের দেওয়া তথ্য মতে, এটি ব্যবহারকারীকে সেই ফ্যাশন প্রোডাক্ট দেখতে সাহায্য করবে, যেটা কোনো মডেলকে পরানো থাকলে তা যদি তার পছন্দ হয়।
কিন্তু ইমেজ সার্চ অ্যাপে সহজ ব্যবহারযোগ্য নতুন এই টুল ব্যবহারকারীকে একটি আদর্শ রিটেইল ফ্যাশন পণ্যের হুবহু আরো কিছু ছবি দেখাবে। যেগুলো কোনো ব্র্যান্ড প্রতিষ্ঠানের অফিসিয়াল বা নিজস্ব মডেলকে পরানো থাকবে।
এই স্টাইল আইডিয়া দিয়ে বাস্তব জীবনের প্রয়োজনীয় পণ্য সামগ্রী পছন্দের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এছাড়া তারকা সংক্রান্ত অর্থাৎ ব্যাগ, জিন্স, জুতো সহ তাদের ব্যবহৃত নানা পণ্যের ছবি প্রদর্শন করবে এটি যা ব্যবহারকারীরা ফলো করতে পারবেন।
স্টাইল আইডিয়া বর্তমানে শুধু মোবাইল ওয়েবে ইমেজ সার্চে এবং অ্যান্ড্রয়েডে গুগল অ্যাপে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
টিএস/এসজেডএম