ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কেনাকাটা সহজ করবে গুগলের ‘স্টাইল আইডিয়াস’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
কেনাকাটা সহজ করবে গুগলের ‘স্টাইল আইডিয়াস’ শপিং সহজ করতে গুগলের নতুন টুল

অনলাইনে কেনাকাটাকে সহজ করতে সার্চ জায়ান্ট নতুন একটি টুল অবমুক্ত করেছে, নাম ‘স্টাইল আইডিয়াস’ ।
 

গুগলের ইমেজ সার্চ অ্যাপে এই আপডেটের ঘোষণা দেওয়া হয়েছে। গুগলের দেওয়া তথ্য মতে, এটি ব্যবহারকারীকে সেই ফ্যাশন প্রোডাক্ট দেখতে সাহায্য করবে, যেটা কোনো মডেলকে পরানো থাকলে তা যদি তার পছন্দ হয়।

নতুন এই স্টাইল আইডিয়া দেখে প্রথমে একেবারে সাধারণ মনে হতে পারে।

কিন্তু ইমেজ সার্চ অ্যাপে সহজ ব্যবহারযোগ্য নতুন এই টুল ব্যবহারকারীকে একটি আদর্শ রিটেইল ফ্যাশন পণ্যের হুবহু আরো কিছু ছবি দেখাবে। যেগুলো কোনো ব্র্যান্ড প্রতিষ্ঠানের অফিসিয়াল বা নিজস্ব মডেলকে পরানো থাকবে।

এই স্টাইল আইডিয়া দিয়ে বাস্তব জীবনের প্রয়োজনীয় পণ্য সামগ্রী পছন্দের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এছাড়া তারকা সংক্রান্ত অর্থা‍ৎ ব্যাগ, জিন্স, জুতো সহ তাদের ব্যবহৃত নানা পণ্যের ছবি প্রদর্শন করবে এটি যা ব্যবহারকারীরা ফলো করতে পারবেন।

স্টাইল আইডিয়া বর্তমানে শুধু  মোবাইল ওয়েবে ইমেজ সার্চে এবং অ্যান্ড্রয়েডে গুগল অ্যাপে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৭
টিএস/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।