ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১০ হাজার ছাত্রী পাচ্ছে সাইবার নিরাপত্তার প্রশিক্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
১০ হাজার ছাত্রী পাচ্ছে সাইবার নিরাপত্তার প্রশিক্ষণ আইসিটি টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলন- ছবি- দিপু মালাকার

ঢাকা: দেশের ১০ হাজার ছাত্রীকে সাইবার সিকিউরিটির ওপর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সার্টিফায়িং অথোরিটিজ (সিসিএ)। ‘সাইবার সিকিউরিটি ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ শীর্ষক কর্মশালাটি আগামী ১৯ এপ্রিল শুরু হবে। যা শেষ হবে ২৮ মে।
 
 

মঙ্গলবার (১৮ এপ্রিল) আইসিটি টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিসিএ’র নিয়ন্ত্রক আবুল মানসুর সারফ উদ্দিন।
 
তিনি বলেন, আগামী ১৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে মাসব্যাপী এ কর্মশালা শুরু হবে।

এক্ষেত্রে দেশের ৮টি বিভাগের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ছাত্রীকে হাতে কলমে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
 
তিনি বলেন, কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে তা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছেও ফেলে তা আমরা খুব সহজেই বের করতে পারি। কাজেই অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো উপায় নেই। তবে এজন্য ছাত্রীদের এগিয়ে আসতে হবে। নিজেদের সচেতন হতে হবে। আর এজন্যই এ কর্মশালার আয়োজন করা হচ্ছে।
 
তিনি আরো বলেন, কর্মশালায় অংশগ্রহণকারীরা সাইবার অপরাধ ও সংশ্লিষ্ট আইনের ব্যাখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদে বিচরণের কৌশল, অপরাধ সংঘটিত হলে তা থেকে পরিত্রাণের উপায়, সহায়তা পাওয়ার জন্য সংশিষ্ট দফতরগুলোর নম্বর ও অভিযোগ দাখিল করার সুনির্দিষ্ট পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করবে।
 
এ সময় আয়োজক সংস্থার সহকারী নিয়ন্ত্রক মো. সহিদুজ্জামান, লেখক ও উন্নয়কর্মী ইমরান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet