ঢাকঢোল পিটিয়ে গত ২১ এপ্রিল ঘরের বাজারে এস৮ ছাড়ে স্যামসাং, যা আগামী শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্ববাজারে ছাড়ার তারিখ নির্ধারিত রয়েছে। তবে তার আগেই কোম্পানির ‘বিষফোঁড়া’ হয়ে উঠেছে এস৮।
এরইমধ্যে ব্যবহারকারীরা অভিযোগ করছেন, এস৮’র ডিসপ্লে লাল হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অভিযোগের সত্যতা প্রমাণে সেসঙ্গে ‘লাল ডিসপ্লে’র ছবিও জুড়ে দিচ্ছেন অনেকে। যা দেখে অনেকেরই মনে হতে পারে ‘ডিসপ্লেতে নতুনত্ব’।
এদিকে বিষয়টি অবগত হয়ে সমস্যা সমাধানে সফটওয়্যার আপডেটের কথা বলছে স্যামসাং। কার্যত তাতে কোনো সুফল হবে কিনা সে নিয়ে উৎকণ্ঠায় ব্যবহারকারীরা।
পূর্ব অভিজ্ঞতা থেকে কেউ কেউ বলছেন, তাতে কোনো লাভ হবে না, এটি সান্তনা মাত্র। অনেকে এও বলছেন, আপাতত এস৮ কিনছি না, দেখি তারা (স্যামসাং) কী করে। এতো দাম (প্রায় ৭০ হাজার টাকা) দিয়ে হ্যান্ডসেট তো কেনা নয়, ভোগান্তি কেনা!
গত বছর নোট৭ হ্যান্ডসেটের ‘বিস্ফোরণ কাণ্ডে’ মুনাফা তলানিতে ঠেকে স্যামসাংয়ের। অস্তিত্ব সংকটে ব্যবহারকারীদের হ্যান্ডসেট রিপ্লেস বা চাইলে অর্থ ফেরত দেওয়ার ঘোষণাও দেয় কোম্পানিটি। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকে, শেষ পর্যন্ত হ্যান্ডসেটটি বিক্রিই বন্ধ করে দেয় দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
এছাড়া একের পর এক বিস্ফোরণের ঘটনায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বিশ্বব্যাপী এভিয়েশন ইন্ডাস্ট্রিগুলো নোট৭ নিয়ে যাত্রীদের উড়াল দেওয়া নিষিদ্ধ করে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
জেডএস