বুধবার (১০ মে) দুপুরে ঢাকার একটি রেস্টুরেন্টে এ গ্রাহক-আকর্ষক নোটবুক পিসির উন্মোচন করা হয়।
উন্মোচন অনুষ্ঠানে এইচপি’র কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেইন ভুইয়া বলেন, নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ওমেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— এইচপি বাংলাদেশের বিজনেস ডেভলাপমেন্ট ম্যানেজার সালাউদ্দিন মো. আদিল।
গেইমিংয়ের জন্য গুরুত্বপূর্ণ দ্রুত প্রসেসিং পাওয়ার, শাটার ফ্রি ফ্রেম রেট, দ্রুত লোড ও ভালো মানের গ্রাফিক্স— এমন সব ফিচারই রয়েছে ‘ওমেন’ নোটবুক পিসিতে। ‘ওমেন’ ১৫ দশমিক ৬ ইঞ্চি তীর্যক ডিসপ্লের রেজ্যুলুশন ১০৮০ পিক্সেল। এর মাধ্যমে খুব মসৃণভাবে গেমের গ্রাফিক্স দেখা সম্ভব। এমনকি গেম তৈরির সময় যেসব রং ব্যবহার করা হয়েছে সেগুলোও ৭২ শতাংশ মসৃণভাবে দেখা যাবে ‘ওমেন’ নোটবুক পিসিতে।
স্ট্যান্ডার্ড ১২৮ জিবি এসএসডি’র এ নোটবুক পিসিতে রাখা হয়েছে দু’টি ফ্যান যা পুরো পিসির প্রক্রিয়াকে শীতল রাখবে। এর ফলে কি-বোর্ড থেকে যে গরম বাতাস গেমারদের হাতে আসার কথা, তা থেকেও রক্ষা পাওয়া যাবে।
‘ওমেন’ নোটবুক পিসির পুরুত্ব মাত্র ২৪ দশমিক ৫ মিলিমিটার আর ওজন ২ দশমিক ৯ কেজি। এতে রয়েছে একটি পাওয়ার পোর্ট, দু’টি ইউএসবি ৩.০ পোর্ট, একটি ইউএসবি ২.০ পোর্ট। উন্মোচনের পর এটি পাওয়া যাবে ঢাকাসহ সারাদেশের বাজারে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
ইউএম/এইচএ/