বৃহস্পতিবার (১৮ মে) বিটিসিএল জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ওয়াসার উন্নয়নমূলক কাজ ও সুয়ারেজ লাইন স্থাপন প্রকল্পের জন্য রাস্তা খননে বিটিসিএলের ভূ-গর্ভস্থ ক্যাবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় সাড়ে তিন হাজার টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস কিছুদিন ধরে বিকল হয়ে আছে।
বিটিসিএলের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ জানান, কিছু কিছু বিচ্ছিন্ন লাইন ইতোমধ্যে মেরামত করার পরও উন্নয়ন কাজে পুনরায় ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কিছু টেলিফোন ও ইন্টারনেটের সার্ভিস এখনও বন্ধ রয়েছে।
তিনি জানান, উন্নয়ন কাজ চলমান থাকায় এসব স্থানে টেলিফোন ক্যাবল মেরামতে বিলম্ব হচ্ছে। টেলিফোনসমূহ পর্যায়ক্রমে চালু করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
বিটিসিএলের এখতিয়ার বহির্ভূত কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে গ্রাহকদের সহযোগিতা চেয়েছে বিটিসিএল।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ১৮, ২০১৭
এমআইএইচ/এমজেএফ