ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জামালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুন ৩, ২০১৭
জামালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু জামালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

জামালপুর: ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’-স্লোগানে জামালপুরে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।

শনিবার (০৩ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্কুল প্রাঙ্গণে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার দেলোয়ার হোসেন, স্থানীয় সরকারের উপ সচিব খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও সহ সভাপতি আতিকুর রহমান ছানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে বেকারত্ব বা চাকরির আশা না করে নিজেকে তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ করে স্বাবলম্বী করতে হবে। পাশাপাশি নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার করে দেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোকপাত করেন বক্তারা। পরে বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন, ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।