একই সঙ্গে জাতীয় বাজেটে হ্যান্ডসেট এবং মোবাইল টেলিযোগাযোগ পরিকাঠামোর ওপর বাড়তি কর ও সিম ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দেশের সংগঠনটি।
বুধবার (০৭ জুন) সন্ধ্যায় রাজধানীর সোনাগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ শিল্পে করপোরেট ট্যাক্সের সামঞ্জস্য বিধানের এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবির।
এ সময় অন্যান্য মোবাইল অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এমআইএইচ/জিপি