ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কেরানীগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
কেরানীগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন)  সকাল ১০টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশন এ কর্মসূচির আয়োজন করে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-  প্রধান তথ্য কমিশনার অধ্যাপক মো. গোলাম রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক ভূঁইয়া মো. আতাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন-  সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল রাকিব হাসান, সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, কৃষি কর্মকর্তা ফখরুল আলম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।