বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পক্ষ থেকে ইন্টারনেটের ধীরগতির কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তারা বলছে তাদের লাইন ঠিক আছে।
রাজধানীর বিভিন্ন প্রান্তের ব্যবহারকারী সোমবার (১০ জুলাই) সকাল থেকে মোবাইল ফোনে বিভিন্ন অপারেটরের গ্রাহক ধীরগতি পাচ্ছেন বলে অভিযোগ করতে থাকেন। কোনো ওয়েবপেজে কমান্ড দিলে শুধুই ঘুরছে। খুলছে না কাঙ্ক্ষিত পেজ।
বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বাংলানিউজকে বলেন, আমাদের লাইনে কোথাও ত্রুটি নেই।
তবে বিএসসিসিএলের একটি লাইনে ত্রুটি হয়েছিল বলে জানান সংস্থার কোম্পানি সেক্রেটারি আব্দুস সালাম খান।
তিনি বলেন, সামান্য ত্রুটি ছিল, সেটা ঠিক হয়ে গেছে। এখন লাইনে কোনো সমস্যা নেই।
বিএসসিসিএল ও বিটিসিএল থেকে বিভিন্ন অপারেটররা ইন্টারনেট সেবা নিয়ে গ্রাহক পর্যায়ে সরবরাহ করে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এমআইএইচ/এএ