ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তরঙ্গ বরাদ্দের খসড়া নীতিমালা প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
তরঙ্গ বরাদ্দের খসড়া নীতিমালা প্রকাশ

ঢাকা: বাড়তি টুজি ও থ্রিজি তরঙ্গ বরাদ্দে নিলামের জন্য ভিত্তিমূল্যে বৃদ্ধি করে খসড়া নীতিমালা প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। নিলামের ভিত্তিমূল্য দুই বছর আগের ভিত্তিমূল্যের চেয়ে বৃদ্ধি করা হয়েছে।
 
 

খসড়া নীতিমালায় এক হাজার ৮০০ মেগাহার্টজের অব্যবহৃত তরঙ্গ নিলাম প্রতি মেগাহার্টজে ভিত্তিমূল্যে ৩৫ মিলিয়ন ডলার, থ্রিজির তরঙ্গ দুই হাজার ১০০ মেগাহার্টজের প্রতি মেগাহার্টজ ২৭ মিলিয়ন ডলার এবং ৯০০ মেগাহার্টজের অব্যবহৃত তরঙ্গে প্রতি মেগাহার্টজ ৩০ মিলিয়ন ডলার ভিত্তিমূল্যে নির্ধারণ করা হয়েছে।
 
টেলিযোগাযোগ বিভাগ জানায়, ২০১৫ সালের মে মাসে নিলাম হওয়ার কথা ছিল।

বাড়তি টুজি ও থ্রিজি তরঙ্গ বরাদ্দের জন্য নিলামের সময় পরপর দুইবার পিছিয়ে আর নিলাম হয়নি।
 
ওই সময়ের নীতিমালায় এক হাজার ৮০০ মেগাহার্টজের ক্ষেত্রে ভিত্তিমূল্য ধরা হয়েছিল (তৎকালীন বাজার মূল্যে) তিন কোটি ডলার। দুই হাজার ১০০ মেগাহার্টজের ভিত্তিমূল্য দুই কোটি ২০ লাখ ডলার।
 
প্রয়োজনের তুলনায় কম তরঙ্গ বরাদ্দ থাকায় সেবার মান উন্নত করতে পারছে না বলে অপাটেররা জানিয়ে আসছিলো।
 
সোমবার টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এ নীতিমালার বিষয়ে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে লিখিতভাবে মতামত বা পরামর্শ জানাতে বলা হয়েছে।
 
নির্দিষ্ট সময়ের পর কোনো পরামর্শ বিবেচনার জন্য গ্রহণ করা হবে না বলে জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।