২৪ কোটি নিয়মিত ব্যবহারকারীর মাধ্যমে এর আগে শীর্ষে ছিলো যুক্তরাষ্ট্র।
বর্তমানে বিশ্বব্যাপী দুইশ’ কোটি নিয়মিত ব্যবহারকারী রয়েছে, সম্প্রতি ফেসবুকের এমন পোস্টের পরপরই শীর্ষে উঠে এলো বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি (১৩১ কোটি মানুষ)।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ছয়মাসে যুক্তরাষ্ট্রের তুলনায় ভারতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। এ সময়ে যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীর সংখ্যা ১২ শতাংশ বাড়লেও ভারতে বেড়েছে ২৭ শতাংশ। যা দেশটিকে ব্যবহারকারীর দিক থেকে সবার শীর্ষে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তবে মজার বিষয় হলো, ভারতের মোট ব্যবহারকারীর চার ভাগের তিন ভাগই পুরুষ। যেখানে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি, ৫৪ শতাংশ নারীই নিয়মিত সামাজিক এ যোগাযোগ মাধ্যমে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
রিপোর্টে আরো একটি বিষয় নজের এসেছে তা হলো, ভারতের নিয়মিত ফেসবুক ব্যবহারকারীর অর্ধেকের বেশির বয়সই ২৫ এর কোটায়।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
জেডএস