ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুক কর্মকর্তা টুইটের বিপক্ষে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১
ফেসবুক কর্মকর্তা টুইটের বিপক্ষে

ফেসবুকের এফ৮ উন্নয়ক সম্মেলনে সাইটটির আমূল পরিবর্তনের ঘোষণা দিবে ফেসবুক। যা শোনার অপেক্ষায় প্রায় ৭ কোটি ৫০ লাখ ব্যবহারকারী।

সৌভাগ্যবশত এটি পেতে যাচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা। কেননা অনুরুপ আরেকটি সাইট টুইটার যেখানে ব্যবহারকারীদের আত্ততৃপ্তিসহ সার্বিক দিকে নিযুক্ত কর্মীদের হেয়ালিপনার বিষয়টি প্রকাশিত।

উল্লেখ্য, সদ্য প্রকাশ পেতে যাওয়া মিউজিক ফিচার এফ৮ সম্মেলনে প্রকাশ করবে ফেসবুক। তবে এর ব্যবহারবিধি সম্পর্কে তেমন কোনো তথ্য প্রকাশ পায়নি। কারণ সংশ্লিষ্টদের আশবাদ এটি প্রকাশের আগ পর্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কিন্তু হলো তার উল্টো। ফেসবুকের এক কর্মকর্তা নাম জি-লি যিনি গুগলের ডিজাইনার ও ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন। চলতি বছরের এপ্রিলে লি গুগল ছেড়ে ফেসবুকের প্রথম ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন। লি তার ব্যক্তিগত অ্যাকাউন্টে হঠাৎ করেই গত ২২ সেপ্টেম্বর রাতে একটি বার্তা প্রকাশ করেন। যাতে ফেসবুকের সম্প্রতি প্রকাশিত টিকার সম্পর্কে গুণকীর্তন করা হয়েছে। টিকার ফিচার মাধ্যমে ব্যবহারকারীরা বন্ধুদের তাৎক্ষণিক সব কাজকর্ম সম্পর্কে অবগত হতে পারে। টুইট বার্তায় আরও জানা গেছে ফেসবুক ফ্রেন্ড ফিচারে ব্যবহারকারীরা একে অন্যকে শুনতে পারবে। যতসম্ভব এটি অনলাইন মিউজিক স্পটিফাই প্লাটফর্মে ছাড়া হবে। এরপর ইচ্ছানুযায়ী লিসেনিং সেশনে যুক্ত হওয়া যাবে। ধারণা তথ্য মতে ফিচারটি তৈরি হবে লিসেনিং গ্রুপ হিসেবে যেটি শুধু বন্ধু মহলের মধ্যে।

তবে টুইট বার্তাটি ক্ষণিকের মধ্যে অদৃশ্য হয়ে যায়। কারণ লি কিছুক্ষণের মধ্যে এটি মুছে ফেলে। অন্যদিকে মিশ্যালহোল্ডার নামের একজন যিনি মোছার আগেই এর স্ক্রিনশট কব্জাধীন করে মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে দেন। মিশ্যাল লি এর টুইট বার্তার জবাব দিয়েছেন চড়াওভাবে, আপনারা গুগল প্লাস পছন্দ করেন বা নাই করেন এটা নিশ্চিত একসময় ফেসবুককে তার পদতলে রাখবে। বিশ্বের সর্বত্রের ব্যবহারকারীরা এর অনেক কর্মকান্ডে বিরক্ত হয়ে পিছু হটবেন। এছাড়াও ফেসবুকের বিরক্তিকর সেবা, খোড়া যুক্তি নীতি নিয়ে সমালোচনামূলক মন্তব্য প্রকাশ করেন তিনি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।