চেহারা পাল্টাচ্ছে ফেসবুক। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির সব আয়োজনেই আসছে কিছু পরিবর্তন।
বিশেষত আইপ্যাড ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এবারের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে।
বড় যেসব পরিবর্তন আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রচ্ছদের ছবিটি স্লাইড শো’র মতো প্রতিদিন পাল্টে যাবে। ইমেজ ও ফটো গ্যালারি গ্র্যাফিক্যালি আরও আকর্ষণীয় হচ্ছে। উপরের নেভিগেশন বারে বন্ধুত্বের অনুরোধগুলো সহজেই চোখে পড়বে।
নেভিগেশন বার থেকে সহজেই নিজস্ব ওয়াল, তথ্য ও বন্ধুত্বের ট্যাবগুলোতে যাওয়া যাবে। ব্যবহারকারীর ভৌগলিক অবস্থান চিহ্নিত করার ম্যাপ থাকবে।
বাম দিকের ট্যাবে আপকামিং ইভেন্ট এর উল্লেখ থাকবে এবং ডান দিকে শোকেজের ভেতর ইভেন্টের বিস্তারিত বর্ননা তুলে ধরা হবে।
আই প্যাডের কিবোর্ড ব্যবহার করে সহজেই কোনো ম্যাসেজের উত্তর দেওয়া যাবে। মেন্যু বাটন ও নেভিগেশন বারেই থাকবে ব্যক্তিগত সব তথ্য। যার মধ্যে লগ ইন, ফিডস, ম্যাসেজ, ইভেন্টস, প্লেসেস, ফটোস এবং আরও অন্যান্য বিষয়।
নেভিগেশন বারে ম্যাসেজের শিরোনামের নিচে সবগুলো ম্যাসেজই দেখা যাবে। হোমপেজে থেকেই চাইলে কোনো ম্যাসেজের উত্তর দেওয়া যাবে।
নোটিফিকেশন ট্যাবে যেসব নোটিশ এসেছে সেগুলো দেখা যাবে। এবং সেটির ওপর ক্লিক করলেই আপডেট জানা যাবে।
আইপ্যাডে স্ট্যাটাস আপডেট করার জন্য স্ট্যাটাস ট্যাবে ক্লিক করলেই একটি পপ-আপ উইনডো খুলে যাবে যাতে স্ট্যাটাস আপডেট করা যাবে।
তবে আইপ্যাড ব্যবহারকারীদের জন্য নিজের আই প্যাডের জেল ব্রেক করে নিতে হবে। আই প্যাড ১ ও ২ উভয় ক্ষেত্রেই এই অ্যাপ্লিকেশন কাজ করবে।
বাংলাদেশ সময় ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১