সম্প্রতি র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে পোশাক শিল্পের উদ্ভাবনী সফটওয়্যার বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান থ্রেডসোল আয়োজিত ‘অ্যাপারেল টেক আপ’ শীর্ষক সেমিনারে আলোচকরা এ তথ্য দেন।
তারা বলেন, ই-কমার্স ব্যবসার অপ্রতিরোধ্য বিকাশ পণ্যের খুচরা বিক্রেতা, ক্রেতার দৃষ্টিভঙ্গি এবং পোশাক প্রস্তুতকারকদের ওপর একটা বড় ধরনের প্রভাব ফেলছে।
সেমিনারের বিশ্লেষণে উঠে আসে, ২০২০ সালের মধ্যে পোশাক পণ্য প্রস্তুতকারক ১৫টি দেশের ১৫৪টি কারখানায় প্রতি মৌসুমে ১৭ দশমিক ৯ শতাংশ হারে সামগ্রিক বার্ষিক অগ্রগতি সূচক (সিএজিআর) বাড়বে।
সেমিনারে থ্রেডসোল ছাড়াও প্রখ্যাত প্রযুক্তি বিষয়ক পরামর্শদাতা ফাস্ট রিঅ্যাক্ট সিস্টেমস লিমিটেড, জিএসডি প্রভৃতি প্রতিষ্ঠানের কর্মকর্তারা চট্টগ্রামের পোশাক শিল্পের জন্য বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, বিগডাটা এবং মবিলিটি নিয়ে আলোচনা করেন।
সেমিনারে থ্রেডসোলের সিনিয়র পার্টনার (গ্লোবাল সেলস) আনাস শাকিল, প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরসহ ৩২ তৈরি পোশাক কারখানার ৬০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসই/এইচএ/