ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুভ জন্মদিনে গুগল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১
শুভ জন্মদিনে গুগল

২৭ সেপ্টেম্বর। গুগলের শুভ জন্মদিন।

এ বছর তুমুল জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের সৃষ্টির ১৩ বছর পূর্ণ করল। আর ১৩ বছর পূর্তি উপলক্ষে গুগলের লোগোতেও এসেছে বর্ণিল পরিবর্তনের ছোঁয়া। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ দিন গুগলের লোগোর বদলে একটি জন্মদিনের কেকসহ ছবি প্রদর্শন করা হয়েছে। কেকের ওপরে ১৩টি মোমবাতি এবং কতগুলো গিফট বক্স ছড়ানো একটি সুদৃশ্য টেবিল দেখানো হয়েছে।

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে গুগল। উল্লেখ্য, ১৯৯৭ সালে সার্জে ব্রিন এবং ল্যারি পেজের যৌথ উদ্যোগে সার্চগুরু গুগল যাত্রা শুরু করে।

তবে গুগলের সঠিক জন্মদিন নিয়ে আজও কিছুটা বিভ্রান্তি আছে। কারণ কখনও ৭ সেপ্টেম্বর কখনও ১৫ কিংবা ২৭ সেপ্টেম্বর গুগলের জন্মদিন পালন করা হয়।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর গুগল ডটকম নামে ডমেইন নিবন্ধিত হয়। তবে ১৯৯৭ সালে গুগলের যাত্রা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় ১৯৯৮ সালে।

বাংলাদেশ সময় ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।