২৭ সেপ্টেম্বর। গুগলের শুভ জন্মদিন।
এ দিন গুগলের লোগোর বদলে একটি জন্মদিনের কেকসহ ছবি প্রদর্শন করা হয়েছে। কেকের ওপরে ১৩টি মোমবাতি এবং কতগুলো গিফট বক্স ছড়ানো একটি সুদৃশ্য টেবিল দেখানো হয়েছে।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে গুগল। উল্লেখ্য, ১৯৯৭ সালে সার্জে ব্রিন এবং ল্যারি পেজের যৌথ উদ্যোগে সার্চগুরু গুগল যাত্রা শুরু করে।
তবে গুগলের সঠিক জন্মদিন নিয়ে আজও কিছুটা বিভ্রান্তি আছে। কারণ কখনও ৭ সেপ্টেম্বর কখনও ১৫ কিংবা ২৭ সেপ্টেম্বর গুগলের জন্মদিন পালন করা হয়।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর গুগল ডটকম নামে ডমেইন নিবন্ধিত হয়। তবে ১৯৯৭ সালে গুগলের যাত্রা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় ১৯৯৮ সালে।
বাংলাদেশ সময় ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১