বিশ্ব এবং ভূ-আঞ্চলিক এসব সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
প্রতিনিধি দলে রয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম এবং বিসিএস-এর সভাপতি আলী আশফাকসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিএস-এর কার্যনির্বাহী কমিটির সদস্য, দেশের আইসিটি ব্যবসায়ের শীর্ষ পর্যায়ের নেতা, আইসিটি সাংবাদিক, স্কলার, গবেষক প্রমুখ।
বিশ্বের ৮০টিরও বেশি দেশের প্রায় তিন সহস্রাধিক নীতিনির্ধারক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এসব সম্মেলনে যোগ দেবেন। তারা সর্বশেষ প্রযুক্তি ও ব্যবসায়ের নতুন-নতুন উদ্ভাবনী পণ্য ও ক্ষেত্র, চিন্তা, মতামত, নতুন পরিষেবা সৃষ্টি এবং সিদ্ধান্ত গ্রহণ ও নীতিমালা প্রণয়ের লক্ষ্যে বহুমাত্রিক অনুষ্ঠান ও প্রদর্শনীতে অংশ নেবেন।
বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে প্রতিমন্ত্রী তারানা হালিম আন্তঃদেশীয় মন্ত্রী পর্যায়ের আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি বিসিএস-এর সভাপতি আলী আশফাকসহ অন্যরা উইটসা’র বোর্ড মিটিং, অ্যাসোসিও’র জেনারেল অ্যাসেম্বলি, স্মার্ট সিটি সেমিনার, ই-ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যমে বিশ্ব পর্যায়ে ব্যবসা-বাণিজ্যের ডিজিটাল রূপান্তরের ফলাফল বিষয়ক আলোচনা, বিটুবি আলোচনা, বহুদেশীয় আলোচনা ও নেটওয়ার্কিং-এ অংশগ্রহণ ও এসব আয়োজন করবেন।
সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যে সফলতা ও অর্জনের স্বীকৃতিস্বরূপ বিশ্বব্যাপী উন্মুক্ত প্রতিযোগিতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে সর্বোত্তম প্রতিষ্ঠান ও ব্যক্তিদের পুরস্কার দেওয়া হবে।
রোববার শুরু হয়ে সম্মেলনগুলো শেষ হবে ১৩ সেপ্টেম্বর রাতে।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
আরআর