ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এগিয়ে স্মার্টফোন, পিছিয়ে ট্যাবলেট

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১১
এগিয়ে স্মার্টফোন, পিছিয়ে ট্যাবলেট

ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) ট্যাবলেট পিসি ‘প্লেবুক’ উৎপাদনে পিছিয়ে যাচ্ছে।

তবে গুজব উঠেছে ট্যাবলেট পিসির উৎপাদন বন্ধ করে স্মার্টফোন তৈরিতেই রিম এখন আগ্রহী।

সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে কয়েকটি সূত্র জানিয়েছে, বড় ধরনের কারিগরি ক্রটির কারণে প্লেবুকের উৎপাদন আপাতত স্থগিত করেছে রিম। এ সময় রিম স্মার্টফোন তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এ প্রসঙ্গে রিমের মুখপাত্র মারিসা কনওয়ে ইমেইল বার্তায় জানান, কিছু কারিগরি ত্রুটি কারণে ট্যাবলেট পিসির উৎপাদনই বন্ধ হয়ে যাবে এ তত্ত্বটা অনুমাননির্ভর। এখনও রিম ট্যাবলেট পিসি ‘প্লেবুক’ তৈরিতে আগের মতোই দৃঢ়প্রতিজ্ঞ।

প্রযুক্তিবিদ জন ভিনহ এর প্লেবুক উৎপাদন বন্ধ হচ্ছে এমন গবেষণা প্রতিবেদনের জবাবে মারিসা জানান, এটা সত্য রিম তাইওয়ানভিত্তিক প্লেবুক কারখানা কোয়ান্টা কমপিউটার্সের সঙ্গে উৎপাদন চুক্তি স্থগিত করেছে। এর মানে প্লেবুক উৎপাদন বন্ধ হবে তা নয়।

প্রযুক্তিপণ্য গবেষক ভিনহ লিখেছেন, এটা সত্য রিম প্লেবুকের উৎপাদন স্থগিত করেছে। এবং তারা ট্যাবলেট পিসি তুলনায় স্মার্টফোনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ পরিস্থিতিতে প্লেবুক উৎপাদক কোয়ান্টা কমপিউটার্সের কাছে সত্যতা জানতে চাইলে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অবস্থান নেয়নি এ নির্মাতা। বরং রিম ট্যাবলেট প্রকল্প একেবারেই বন্ধ করে দিতে পারে এমন আভাস দিয়েছে।

সুপরিচিত প্রযুক্তি গবেষক ডানক্যান স্টিওয়ার্ট জানান, রিম প্লেবুক উৎপাদন প্রকল্প নিয়ে রীতিমতো তালগোল পাকিয়ে ফেলেছে। ফলে এ প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত। এটা সত্য। এ মুহূর্তে দ্রুত বিপণন তত্ত্বে ট্যাবলেট পিসির তুলনায় স্মার্টফোন অনেক এগিয়ে। এ ছাড়া স্মার্টফোনের বাজার এবং চাহিদা দুটোই বাড়ছে সমতালে।

তাই চাহিদা তত্ত্বের বিবেচনায় ট্যাবলেট পিসির বাজার এ মুহূর্তেই রিমের জন্য জরুরি নয় বলে রিম মনে করছে। এখন যুক্তরাষ্ট্রের স্মার্টফোন চাহিদায় অ্যানড্রইড ফোন ৪৩, আইফোন ২৮ এবং ব্ল্যাকবেরি ১৮ ভাগ জনপ্রিয়তা পুঁজি করেছে। এ হিসাবে স্মার্টফোনের বাজারে রিমের সম্ভাবনা বিদ্যমান।

অন্যদিকে ট্যাবলেট পিসি নিয়ে চলছে টানটান প্রতিযোগিতা। এখানে একেবারে নতুন অতিথি হয়ে বাজারে টিকে থাকা অত সহজ নয়। তাই নিজের হারানো সুনাম আর জনপ্রিয়তা ফিরে পেতে স্মার্টফোনই রিমের মূল চালিকাশক্তি বলে বিশ্লেষকেরা মন্তব্য করছেন।

বাংলাদেশ সময় ০২৪৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।