ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪০ হাজারে ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১
৪০ হাজারে ল্যাপটপ

ইন্টেল সেকেন্ড জেনারেশনের ফুজিৎসু লাইফবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪.১ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

‘এলএইচ৫৩১’ এ মডেলের বৈশিষ্ট্য ডুয়াল কোর ২.০ গিগাহার্টজ প্রসেসর, ইন্টেল এইচডি গ্রাফিক্স৩০০০, ৫০০জিবি হার্ডডিস্ক এবং ২জিবি ডিডিআরথ্রি র‌্যাম।

সাশ্রয়ী মূল্যের এ মডেলে আছে ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লুটুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যান কার্ড, এইচডিএমআই, কার্ড রিডার ছাড়াও মবিলিটি সুবিধা। বাড়তি সুবিধায় আছে পানিরোধক কিবোর্ড এবং ৪টি ইউএসবি পোর্ট। এর ফলে বন্ধ অবস্থাতেও চার্জ দেওয়া সম্ভব।

এটি তুলনামূলক ৩০ ভাগ বিদ্যুৎসাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। ১৪.১ ইঞ্চি প্রশস্ত এলইডি পর্দার এ মডেলের ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা সর্বোচ্চ চার ঘণ্টা।

এক বছরের বিক্রয়োত্তর সেবা এবং একটি ফ্রি ফুজিৎসু ক্যারিকেস পাওয়া যাবে। এ মুহূর্তে দাম ৪০ হাজার টাকা। অনুসন্ধানে: কমপিউটার সোর্স। হ্যালো: ০১৭৩০ ৩৩৬৭৫১।

বাংলাদেশ সময় ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।