ইন্টেল সেকেন্ড জেনারেশনের ফুজিৎসু লাইফবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৪.১ ইঞ্চি।
‘এলএইচ৫৩১’ এ মডেলের বৈশিষ্ট্য ডুয়াল কোর ২.০ গিগাহার্টজ প্রসেসর, ইন্টেল এইচডি গ্রাফিক্স৩০০০, ৫০০জিবি হার্ডডিস্ক এবং ২জিবি ডিডিআরথ্রি র্যাম।
সাশ্রয়ী মূল্যের এ মডেলে আছে ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লুটুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যান কার্ড, এইচডিএমআই, কার্ড রিডার ছাড়াও মবিলিটি সুবিধা। বাড়তি সুবিধায় আছে পানিরোধক কিবোর্ড এবং ৪টি ইউএসবি পোর্ট। এর ফলে বন্ধ অবস্থাতেও চার্জ দেওয়া সম্ভব।
এটি তুলনামূলক ৩০ ভাগ বিদ্যুৎসাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। ১৪.১ ইঞ্চি প্রশস্ত এলইডি পর্দার এ মডেলের ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা সর্বোচ্চ চার ঘণ্টা।
এক বছরের বিক্রয়োত্তর সেবা এবং একটি ফ্রি ফুজিৎসু ক্যারিকেস পাওয়া যাবে। এ মুহূর্তে দাম ৪০ হাজার টাকা। অনুসন্ধানে: কমপিউটার সোর্স। হ্যালো: ০১৭৩০ ৩৩৬৭৫১।
বাংলাদেশ সময় ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১১