সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আইসিটি ভবনে ইন্টারনেট ব্যবহারকারী তরুণদের জন্য ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বনসাই দল।
ডিজিটাল খিচুড়ি মূলত তথ্যপ্রযুক্তি, বিশেষ করে এই সময়ের ইন্টারনেট ও স্মার্টফোন ভিত্তিক উদ্যোগের ধারণা দেওয়ার প্রতিযোগিতা।
ইউএনডিপি’র আয়োজনে এবং আইসিটি ডিভিশন বাংলাদেশ, ফেসবুক ও মাইক্রোসফটের সহযোগিতায় এই সৃজনশীল প্রতিযোগিতা দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্দেশ্য, তরুণদের মাধ্যমে বাংলাদেশের সামাজিক শান্তি ও বৈচিত্র্যে প্রভাব বিস্তার করে এমন সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর কার্যকর সমাধান খুঁজে বের করা।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের মানুষের জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের শক্তিকে আরও বাড়াতে কাজ করে এমন বিষয়কে উৎসাহ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
কেজেড/এমজেএফ