মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনায় বিটিআরসি ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বাংলাদেশ ও স্লোভেনিয়ার যৌথ কনসোর্টিয়াম ইনফোজিলিয়ান বিডি টেলিটেক’কে নোটিফিকেশন পত্র বা অনুমতিপত্র দেন।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, ১ নভেম্বর ইনফোজিলিয়ান বিডি টেলিটেক’কে লাইসেন্স প্রাপ্তি সংক্রান্ত একটি নোটিফিকেশন ইস্যু করা হয়েছে।
লাইসেন্স প্রাপ্তির পরবর্তী ছয়মাসের মধ্যে দেশের মোবাইল গ্রাহকদের মধ্যে কমপক্ষে ১ শতাংশ, এক বছরের মধ্যে ৫ শতাংশ এবং পাঁচ বছরের মধ্যে ১০ শতাংশ রোল আউট বাস্তবায়ন করতে হবে।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, এমএনপি চালু হলে গ্রাহক এক অপারেটর থেকে অন্য অপারেটরের সংযোগ নিতে পারবেন। এক্ষেত্রে গ্রাহককে ৩০ টাকার বিনিময়ে প্রতিবারের জন্য অপারেটর বদলের সুযোগ দেওয়া হবে। গ্রাহক যে অপারেটরের সেবা পছন্দ করবেন, বিনা দ্বিধায় সেই অপারেটরের সংযোগ নিতে পারবেন। এজন্য নিজের ফোন নম্বরটি বদল করতে হবে না।
এই সেবা প্রবর্তনের ফলে মোবাইল অপারেটরদের মধ্যে গুণগত সেবা দেওয়ার প্রতিযোগিতা এবং মোবাইল গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করেন বিটিআরসি চেয়ারম্যান।
বর্তমানে বিশ্বের ৭২টি দেশে এমএনপি সেবা চালু আছে, প্রতিবেশী ভারতে ২০১১ সালে এবং পাকিস্তানে ২০০৭ সালে এমএনপি সেবা চালু হয়।
সংবাদ সম্মেলনে কমিশনের বিভিন্ন বিভাগের কমিশনার, মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমআইএইচ/জেডএস