ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল ম্যাপে ঢাকার ট্রাফিক আপডেট, আসছে কালার কোড

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
গুগল ম্যাপে ঢাকার ট্রাফিক আপডেট, আসছে কালার কোড গুগল ম্যাপ। ছবি: সংগৃহীত

ঢাকা: এবার গুগল ম্যাপ খুললেই পেয়ে যাবেন ঢাকা শহরের ট্রাফিক আপডেট। তাছাড়া কোনো নির্দিষ্ট লোকেশন ব্যবহারকারীর কাছে খুঁজে পেতে আরও সহজতর করতে গুগল ম্যাপের নতুন আপডেটে যুক্ত হচ্ছে কালার কোড।

গুগল ম্যাপের নতুন আপডেটে দেখাবে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলের পরিস্থিতি। যারা মোবাইল ফোনে গুগল ম্যাপ ব্যবহার করছেন, তারা ‘রিয়েল টাইম ট্রাফিক’ অপশনটি চালু করলেই পেয়ে যাবেন এ সুবিধা।

সহজেই দেখে নিতে পারেন শহরের কোন কোন রাস্তায় যানবাহনের চাপ কেমন।

যান চলাচলের পরিস্থিতি বুঝতে ম্যাপে নির্দেশিত রাস্তাগুলোর দিকে চোখ রাখুন। যেসব রাস্তার যানবাহনের চাপ বেশি, সেসব রাস্তা লাল রং দেখাবে। যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্দেশ করবে সবুজ রং।

এছাড়াও নতুন আরেকটি আপডেটে ম্যাপের বিভিন্ন আইকন রঙের ভিত্তিতে সাজিয়েছে টেক জায়ান্ট গুগল। ক্যাফে, মসজিদ, জাদুঘর, চিড়িয়াখানা ইত্যাদির অবস্থান নির্দেশের জন্য ব্যবহৃত আইকন এখন দেখাবে ভিন্ন ভিন্ন রঙে।  

এ পদ্ধতিতে আপনি যদি আশপাশের এলাকায় কোনো খাবারের দোকানের অবস্থান সম্পর্কে জানতে চান, তবে ম্যাপ খুলে কমলা রঙের আইকনগুলোতে চোখ বোলালেই হবে। কারণ গুগল ম্যাপের কালার কোড অনুযায়ী কমলা রং দিয়ে নির্দেশ করা হচ্ছে রেস্টুরেন্টগুলোকে।

ছবি: সংগৃহীতআইকনের রং যা নির্দেশ করছে
কমলা- খাবারের দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে।
নীল- শপিং সেন্টার।
লাল- হাসপাতাল ও স্বাস্থ্যসেবা।
অ্যাকুয়া ব্লু- বিনোদন কেন্দ্র।
আকাশি- ট্রান্সপোর্ট।

কিছুদিনের মধ্যেই সব ধরনের গুগল পণ্যের সঙ্গে ম্যাপের এই কালার কোড আপডেট সংযুক্ত করা হবে।  

নতুন কোনো স্থানে যাওয়ার সময় গুগল ম্যাপে এর অবস্থানটা ভালমতো জেনে নিতে পছন্দ করেন অনেকেই। এতে রাস্তাঘাট ঠিকমতো চিনে গন্তব্যে পৌঁছানো হয়ে ওঠে অনেক সহজ।  

২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি যাত্রা শুরুর পর থেকে এতে যুক্ত হতে থাকে বিভিন্ন ধরনের সুবিধা। এর স্ট্রিট ভিউ ব্যবহারকারীকে দেখায় লোকেশনের ৩৬০ ডিগ্রি ছবি। এছাড়াও সৌরজগতের অন্য গ্রহের থ্রিডি ছবি দেখার সুযোগ রয়েছে গুগল ম্যাপের সাহায্যে।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।