ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে গ্যালাক্সি এস৩

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১
আসছে গ্যালাক্সি এস৩

স্মার্টফোনের অঙ্গনে এখন কেবলই শৈল্পিক সব উদ্ভাবনা। পছন্দের আর বৈশিষ্ট্যগুণে প্রতিটি পণ্যেই একে অন্যকে ছাড়িয়ে যেতে নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এতে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজেও এসেছে বেশ কিছু নতুন মডেল। সূত্র এ তথ্য জানিয়েছে।

গ্যালক্সি২ এর বাজার এখন চাহিদাগুণে সরব। তবে গ্যালাক্সি সিরিজের অনাগত অতিথি হচ্ছে এস৩ মডেল। এরই মধ্যে এস৩ মডেলের ডিজাইনের গোপন তত্ত্ব প্রকাশ পেয়েছে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।

১২ মেগাপিক্সেলের ক্যামেরার কারণে এ স্মার্টফোন এ যাবৎকালের প্রকাশিত সব মডেলকেই চ্যালেঞ্জ করতে সক্ষম। ২০১২ সালে ওয়ার্ল্ড মোবাইল সম্মেলনে এ পণ্যের খসড়া মডেল প্রদর্শন করা হবে বলে নির্মাতা সূত্র তথ্য দিয়েছে।

এ স্মার্টফোনে থাকবে অ্যানড্রইভিত্তিক ফ্যানড্রইড ব্লগ চর্চার সহজ এবং অবাধ সুযোগ। এ মুহূর্তের প্রতিযোগিতায় ১.৮ গিগাহার্টজ গতির শক্তিশালী ডুয়াল কোর মোবাইল প্রসেসর, ২জিবি র‌্যাম এবং ৪.৬ ইঞ্চির অ্যামোলেড পর্দায় পাওয়া যাবে এইচডি ডিসপ্লের চোখ ধাঁধানো দৃশ্যপট।

স্যামসাং উদ্ভাবিত গ্যালাক্সি এস সিরিজের তৃতীয় পণ্য হবে এস৩। এতে মেগা ক্যামেরার বৈশিষ্ট্যকেই বাজার প্রতিযোগিতার সবচে বড় বধশক্তি বলে বিশ্লেষকেরা মনে করছেন। তবে এ বছরের শেষভাগে নাকি ২০১২ সালে এ মেগা স্মার্টফোনের দেখা মিলবে তা কোনো সূত্রই নিশ্চিত করতে পারছে না। গ্যালাক্সি এস৩ তাই ভক্তদের আপাতত অপেক্ষাতেই রাখছে।

বাংলাদেশ সময় ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।