ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী ল্যাপটপ মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী ল্যাপটপ মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী ল্যাপটপ মেলা শুরু হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা শহরের স্টেশন রোডের গৌরাঙ্গবাজার এলাকায় এ মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল।

তথ্য-প্রযুক্তিকে হাতের কাছাকাছি নিয়ে আসা এবং গ্রাম-গঞ্জে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জেলা শহরের স্টেশন রোডের গৌরাঙ্গবাজার এলাকায় এ ল্যাপটপ মেলার আয়োজন করা হয়।

মেলার প্রথমদিনেই আগ্রহীদের ভিড় দেখা গেছে।

এসময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন প্রমুখ।

মেলাতে ল্যাপটপে নানা ধরনের ছাড়, পুরস্কারসহ সাশ্রয়ী দামে ল্যাপটপ পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।