ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নর্থসাউথে টেক ফিয়েস্তা

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে শুরু হয়েছে তিন দিনব্যাপী কমপিউটার প্রদর্শনী। এ প্রদর্শনী আগামী ১৯ অক্টোবর পর্যন্ত চলবে।

আয়োজক সূত্র কমপিউটার সোর্স এ তথ্য জানিয়েছে।

লজিটেক ব্র্যান্ডের তারহীন কিবোর্ড, মাউস, হোম থিয়েটার, গেমিং পণ্য এবং অ্যান্টিভাইরাস নরটন নিয়ে ‘এনএসইউ টেক ফিয়েস্তা২০১১’ প্রদর্শনী শুরু হয়েছে।

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ওয়্যারলেস ফোরামের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গণের ক্যাফেটেরিয়ার পাশেই আছে প্রতিষ্ঠানের সুদৃশ্য দুটি স্টল। স্টলে প্রদর্শিত প্রতিটি পণ্যে আকর্ষণীয় ছাড় দিয়েছে দেশের শীর্ষস্থানীয় আইসিটি বিপণন প্রতিষ্ঠান কমপিউটার সোর্স।

প্রতিটি নরটন অ্যান্টিভাইরাসের সঙ্গে উপহার থাকছে একটি মাল্টি ইউজেবল ব্যাকপ্যাক। এ ছাড়াও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় উপহার জিতে নেওয়ার সুযোগ তো থাকছেই।

বাংলাদেশ সময় ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।