ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এক দিনের সফটওয়্যার প্রদর্শনী

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১
এক দিনের সফটওয়্যার প্রদর্শনী

সফটওয়্যার নির্মাতা এবং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন বেসিসের লোকাল মার্কেট ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির পক্ষে ‘এক দিনের সফটওয়্যার প্রদর্শনী’ আয়োজন করা হয়েছে। সূত্র এ তথ্য জানিয়েছে।



২৩ অক্টোবর বেসিসের অফিস মিলনায়তনে এ প্রদর্শনীতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য তৈরি বিভিন্ন সফটওয়্যার প্রদর্শন করা হবে।

এতে দেশের স্বনামধন্য সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি মানসম্পন্ন ‘এডুকেশন সফটওয়্যার’ প্রদর্শন করবে।

এ ধরনের এক দিনের সফটওয়্যার প্রদর্শনী নিয়মিতভাবে আয়োজন করার পরিকল্পনা আছে বলে বেসিস মুখপাত্র জানান।

পরের আয়োজনে রিয়েল এস্টেট ব্যবসা ব্যবস্থাপনা, একাউন্টস ইনভেন্টরি ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, হোটেল-রেস্টুরেন্ট ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ে তৈরি সফটওয়্যারগুলো প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময় ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।