ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোনেই স্ত্রীকে তালাক!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১
আইফোনেই স্ত্রীকে তালাক!

স্ত্রীকে ভালোবেসেই স্বামী কিনে দিয়েছিলেন এ সময়ের সবচেয়ে আলোচিত স্মার্টফোন আইফোন ‘৪এস’। আর এ ভালোবাসার কারণেই ঘটেছে বিবাহ বিচ্ছেদ।

ব্যক্তি সাক্ষী নয়, আইফোন ৪এস এর ‘ফাইন্ড মাই ফ্রেন্ডস’ অ্যাপই দিয়েছে প্রমাণ। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অ্যাপলের সদ্য উন্মোচিত অপারেটিং সিস্টেম আইওএস৫ এবং স্মার্টফোন প্রকাশের কদিনই বা হয়েছে। এরই মধ্যে আইফোন ৪এস এর অ্যাপগুলো বাস্তব চমক দেখাতে শুরু করেছে। ঘটিয়েছে সামাজিক বিচ্ছেদও।

অনেক স্বামী-স্ত্রীর মধ্যে বিশ্বাসের খানিকটা ঘাটতি থাকে। কেউ কেউ আবার প্রতারণাও করেন। তবে ঠিক এ উদ্দেশ্য নয়, স্মার্টফোনে নতুন পদ্ধতি আনতেই ‘ফাইন্ড মাই ফ্রেন্ডস’ নামে একটি গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ফিচার তৈরি করেছে অ্যাপল।

স্মার্টফোনে সুসংরক্ষিত বন্ধুদের অবস্থান দ্রুত এবং সহজে খুঁজে পেতেই এ ফিচার তৈরি করে অ্যাপল। কিন্তু স্বামীর ভালোবাসায় ফাটল ধরায় এ পদ্ধতি। ভালোবেসে স্ত্রীকে দেওয়া ফোনে গোপনে এ ফিচারটি ইন্সটল করেন ভুক্তভোগী স্বামী।

‘ফাইন্ড মাই ফ্রেন্ডস’ এ ফিচারের মাধ্যমে তিনি তাঁর স্ত্রীকে শহরের বাহিরে অপরিচিত এক বন্ধুর সঙ্গে অবস্থানের বিষয়টি জানতে পারেন। তাৎক্ষণিক স্ত্রীকে সে কোথায় আছে তা জানতে চেয়ে কল করলে সে তথ্য গোপন করে ভিন্ন বন্ধু এবং অবস্থানে কথা জানায়।

পরে তার স্ত্রীর মিথ্যাই সত্য বলে প্রমাণিত হয়। তাৎক্ষণিক তাঁকে তাকালনামা পাঠিয়ে দেন ভুক্তভোগী স্বামী। এ ঘটনার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই স্ত্রীকে দেওয়া হয়নি। যেন আদালতের বিচারকের মতোই ‘ফাইন্ড মাই ফ্রেন্ডস’ রায় শুনিয়ে দিয়েছে।

এ মুহূর্তে ব্লগে প্রকাশিত এ ঘটনায় দারুণ আলোড়ন সৃষ্টি হয়েছে। এ যেন শুধু সবার জন্যই দারুণ এক অশনিবার্তা বয়ে এনেছে। তবে বিশ্বাস যেখানে সম্পর্কের ভিত্তি, তাদের জন্য এ বার্তায় ভয় পাওয়ার তো কোনো কারণই নেই বলে ব্লগে মন্তব্য করা হচ্ছে।

বাংলাদেশ সময় ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।