বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।
মন্ত্রী বলেন, সার্বিক দিক বিবেচনা করে পর্যায়ক্রমে বিভিন্ন বাসস্ট্যান্ড ও রেলস্টেশনগুলোকে এ সেবার আওতায় আনা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, প্রেসক্লাবের সহ সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরবি/