ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তারহীন মাউস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১
তারহীন মাউস

এসেছে নয়টি ভিন্ন রঙের তারহীন কমপিউটার মাউস। এদের প্রতিটিই ওজনে হালকা এবং গড়নে পাতলা।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মাউসগুলো প্যাড ছাড়াই কাঁচের মতো যে কোনো অবতলে ৩৬০ ডিগ্রি কৌণিক (অ্যাঙ্গেলে) ৬ মিটার পর্যন্ত দূরত্বে কাজ করে মাউসটি।

ব্লুসার্ফ প্রযুক্তির ২.৪ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম মাউসটির সুপার হাই ডেনসিটি এক হাজার ডিপিআই। এতে আছে হাইপার ফাস্ট স্ক্রল এবং অনঅফ বাটন।

এক ব্যাটারিতে টানা ছয় মাস কাজ করে মাউসটি। প্রোলিংক ব্রান্ডের ‘এমপি০৭১৩জি’ মডেল অত্যাধুনিক প্রযুক্তির নজরকাড়া মাউসটি বাজারে এনেছে কমপিউটার সোর্স। থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। এ মুহূর্তে দাম ৯০০ টাকা। হ্যালো: ০১৭৩ ০০০০ ২৭৯।

বাংলাদেশ সময় ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।