ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪০ হাজারে লাইফবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১
৪০ হাজারে লাইফবুক

এসেছে ইন্টেলের দ্বিতীয় প্রজন্মের ফুজিৎসু লাইফবুক। এটি বিদ্যুৎসাশ্রয়ী।

মূল পর্দা ১৪.১ ইঞ্চি। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মডেলের বৈশিষ্ট্য ইন্টেল ডুয়ালকোর বি৯৫০, ২.১ গিগাহার্টজ প্রসেসরের এলএইচ ৫৩১ লাইফবুকে আছে ইন্টেল এইচডি গ্রাফিক্স৩০০০, ৫০০ জিবি হার্ডডিস্ক এবং ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম।

সাশ্রয়ী মূল্যের এ লাইফবুকে আরও আছে ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লুটুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যান কাডর্,  এইচডিএমআই এবং কার্ড রিডারসহ সব ধরনের মোবিলিটি সুবিধা।

আর বাড়তি সুবিধায় আছে পানিরোধক কিবোর্ড এবং ৪টি ইউএসবি পোর্ট। এ মডেলটি বন্ধ অবস্থাতেই চার্জ দেওয়া যায়।

এটি তুলনামূলক ৩০ ভাগ বিদ্যুৎসাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। এটি এলইডি দৃশ্যপটের। এ লাইফবুকের ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা সর্বোচ্চ সাড়ে চার ঘণ্টা। এ মুহূর্তে দাম ৪০ হাজার ১৫০টাকা।

এ ‘এলএইচ৫৩১’ মডেলের ডুয়ালকোর লাইফবুকে দিচ্ছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। সঙ্গে থাকছে ফ্রি ফুজিৎসু ক্যারিকেস। অনুসন্ধানে: কমপিউটার সোর্স। হ্যালো: ০১৭৩০ ৩৩৬৭৫১।

বাংলাদেশ সময় ২০০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।