আর এই তিন মডেলে সর্বাধুনিক অনেক ফিচারও থাকবে বলে ‘বিশ্বাসযোগ্য গুঞ্জন’ হিসেবে উল্লেখ করেছে নির্ভরযোগ্য প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ‘নাইন টু ফাইভ ম্যাক’।
এর বরাত দিয়ে জনপ্রিয় প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট দ্য ভার্জ বলছে, অ্যাপলের ১২ সেপ্টেম্বরের লঞ্চ অনুষ্ঠানে আইফোনের যে তিনটি মডেল আসছে বলে গুঞ্জন রয়েছে, সেই আইফোন-১০ এস, আইফোন-১০ এস ম্যাক্স এবং ৬.১ ইঞ্চির এলসিডি আইফোনের ফিচার সম্পর্কে আমরা সব জানি।
তাদের তথ্যমতে আসছে নতুন আইফোনের মডেলগুলোতে যেসব ফিচার যোগ হতে পারে সেগুলো হলো-
১- গত বছর আইফোন-১০ যে লঞ্চ করা হয়েছিল সেটিকে আরও আপডেট করে আইফোন-১০ এস মডেলে বাজারে ছাড়া হবে। যেমনিভাবে ২০১৫ সালে আইফোন-৬ এস লঞ্চ করা হয়েছিল। এছাড়া আইফোন-১০ এস মডেলটিতে অনেক নতুন নতুন ফিচার প্রত্যাশা করা হচ্ছে। এ মডেলে খুব সম্ভবত ‘দ্রুত প্রসেসর’ (গুঞ্জন আছে অ্যাপলের নতুন ৭এনএম এ১২ চিপ প্রসেসর থাকতে পারে) যোগ করা হবে। সেইসঙ্গে চার গিগাবাই (জিবি) র্যামসহ ক্যামেরাতেও কিছু উন্নতি আসতে পারে। পাশাপাশি এতে থাকতে পারে ৩জিএস ভয়েস কন্ট্রোলসহ আরও অনেক কিছু।
২- ৬.৫ ইঞ্চিতে আইফোনের সবচেয়ে বড় ডিসপ্লের মডেল আসবে এবার আইফোন-১০ এস ম্যাক্স নামে। যদিও এর আগে নামের সঙ্গে ‘প্লাসই’ যোগ করে আসছে বিশ্বের শীর্ষস্থানীয় এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সেকারণে এবারও আইফোন-১০ এস প্লাসই হবে বলে গুঞ্জন ছিল। কিন্তু এখন সেটা বদলে গিয়ে শুধু ‘ম্যাক্স’ যোগ করা হবে বলে জানা গেছে। এছাড়া এ মডেলটি যদি এ নামেই থাকে তাহলে এতে আইফোন-১০ এস এর মতোই ফিচার সংযোজন করা হবে। তবে সবচেয়ে বড় ডিসপ্লে হিসেবে মডেলটিতে থাকবে বড় ব্যাটারি। পাশাপাশি ক্যামারাতেও আইফোন-১০ এস থেকে একটু বেশি সুবিধা থাকতে পারে।
৩- এবারের লঞ্চ অনুষ্ঠানে এলসিডি আইফোন ছাড়ার গুঞ্জন রয়েছে। আর সেটির ডিসপ্লে হতে পারে ৬.১ ইঞ্চি। পাশাপাশি তুলনামূলকভাবে এটির দামও কম হতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা।
আইফোন-১০ এর মতো ডিজাইনের নতুন নাম ছাড়া এ মডেলটি আইফোন-৯ হতে পারে বলেও ধারণা করছেন তারা। আর এতে থাকবে আইফোন-১০ এর জনপ্রিয় ফিচারগুলো। সেইসঙ্গে স্টেইনলেস স্টিলের ফ্রেম এবং ওলেড ডিসপ্লের ওই মডেলটিতে ‘ফেস আইডি’ও সাপোর্ট করবে।
৪- আইফোন-১০ এস এবং আইফোন-১০ এস ম্যাক্সে ‘একচেটিয়া’ আকর্ষণীয় সোনালি রঙ থাকবে বলে মনে করছে ‘নাইন টু ফাইভ ম্যাক’। সেইসঙ্গে এলসিডি আইফোনের মডেলে থাকবে বিভিন্ন রঙ। যেমন হতে পারে- ধূসর, সাদা, নীল, লাল বা কমলা রঙের ফোন। এছাড়াও এবারের এ নতুন তিনিটি মডেলের সঙ্গে চার্জার এবং ইউএসবি ক্যাবলেও নতুনত্ব আনা হবে।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
টিএ