ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলা ফোনের লাইসেন্স বাতিল, যন্ত্রাংশ সিলগালা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
বাংলা ফোনের লাইসেন্স বাতিল, যন্ত্রাংশ সিলগালা বিটিআরসির লোগো

ঢাকা: লাইসেন্সের শর্ত ভাঙায় বাংলা ফোনের আইএসপি লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিটিআরসি বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৬ সালে অক্টোবরে লাইসেন্স মেয়াদ শেষ হয়ে যায় বাংলা ফোনের। এরপরও লাইসেন্স শর্ত বহিভূত এনটিটিএন সেবা দেওয়া বন্ধ না করায়, বকেয়া রাজস্ব পরিশোধ না করাসহ কমিশনের সময় অনুযায়ী নির্দেশ অমান্য এবং লাইসেন্স শর্ত ভঙ্গ করার কারণে বাংলা ফোনের আইএসপি লাইসেন্স বাতিল করা হয়েছে।


 
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খাঁন জানান, আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠান বাংলা ফোনের লাইসেন্স বাতিলের পর গুলশানে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট যন্ত্রাংশ সিলগালা করে দিয়েছে বিটিআরসি।
 
বিকেলে প্রতিষ্ঠানটির গুলশান কার‌্যালয়ে বিটিআরসির এনফোর্সমেন্ট টিম গিয়ে প্রতিষ্ঠানটির যন্ত্রাংশ সিলগালা করে দেয়।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।