বিটিআরসি রোববার (০৯ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইইজি) অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার)-গুলোর কাছে ৫৮টি ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দিয়েছিল। এরপর পরিবর্তন.কম, প্রিয়.কম, রাইজিংবিডি, জাস্টনিউজবিডি.কমসহ বেশ কয়েকটি নিউজপোর্টাল খোলা যাচ্ছিলো না।
বন্ধের আদেশে ওয়েবসাইটগুলোর মধ্যে অনলাইন নিউজপোর্টালগুলো থাকা নিয়ে সোমবার আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সাংবাদিকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। সন্ধ্যার পর ৫৮টি সাইটই খুলে দেওয়া হয় বলে জানিয়েছে বিটিআরসি।
সন্ধ্যা সাতটার দিকে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খাঁন বাংলানিউজকে বলেন, সংশ্লিষ্ট ওয়েব পোর্টাল বন্ধের নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। পোর্টালগুলো এখন চালু হয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলানিউজকে বলেন, ৫৮টি সাইট খুলে দেওয়ার নির্দেশনা পেয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে বিটিআরসি এবং সংশ্লিষ্ট আইএসপিগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকেন্দ্রিক বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে বিভিন্ন নামে পরিচালিত ওয়েবসাইট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। এরমধ্যে কয়েকটি অনলাইন নিউজপোর্টালও পড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এমআইএইচ/জেডএস