ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্রে ডেলিভারি রোবটে আগুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
যুক্তরাষ্ট্রে ডেলিভারি রোবটে আগুন রোবটটি আগুন

ঢাকা: যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির কাজে নিয়োজিত একটি রোবটে আগুন ধরে যায়। রোবটটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান বলছে, ‘মানব’ ভুলের কারণে রোবটটিতে আগুন ধরেছে।

কিউইবট নামের এসব রোবট ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি ক্যাম্পাসে প্রায় দুই বছর যাবত খাবার ডেলিভারির কাজ করে আসছে।  

গত শুক্রবার (১৪ ডিসেম্বর) চলন্ত অবস্থায় এরকম একটি রোবটে আগুন জ্বলে উঠতে দেখে ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

পরে আগুন নিভিয়ে রোবটটি ধ্বংস করে ফেলা হয়।

রোবটটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিউই বলছে, ভুলবশত একটি ত্রুটিপূর্ণ ব্যাটারি রোবটটিতে স্থাপন করা হয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, রোবটটিতে থাকা একটি ব্যাটারি ত্রুটিপূর্ণ ছিল। যা পরবর্তীতে কিছু ধোঁয়া ও আগুনের সৃষ্টি করে। আগামীতে যেন এমন ‘বিরল দুর্ঘটনা’ না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়।

তবে আপাতত রোবট দিয়ে খাবার ডেলিভারি সেবা বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। রোবটের বদলে মানুষ দিয়েই খাবার সরবরাহ করা হচ্ছে।

ফিলিপ চ্যাভেজ নামক এক প্রযুক্তিবিদ কিউই এর প্রতিষ্ঠা করেন। এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি রোবট দিয়ে সফলভাবে খাবার ডেলিভারি করার সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এসএইচএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।