প্রতীকী
ঢাকা: প্রায় ২৭ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে মোবাইল ইন্টারনেট। এর ফলে থ্রিজি, ফোরজি সেবার গ্রাহকরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিটিআরসি মোবাইল ইন্টারনেট চালুর নির্দেশ দেয় বলে একটি বেসরকারি টেলিকমিউনিকেশনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি বাংলানিউজকে জানান।
এর আগে শনিবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার পর থ্রিজি, ফোরজি সেবা বন্ধ করে দেওয়া হয়।
আর ওইদিন রাত ১১টা থেকে টুজি সেবাও বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমআইএইচ/জেডএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।