ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনে শত বছরের সংবাদপত্র

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১
অনলাইনে শত বছরের সংবাদপত্র

ঐতিহাসিক সংবাদপত্রের সংকলন এবার অনলাইনেই পাওয়া যাবে। এ অবাধ সুযোগ তৈরি করেছে ব্রিটিশ লাইব্রেরি।

আঠারো এবং উনিশ শতকের ৪০ লাখেরও বেশি সংবাদপত্রের পৃষ্ঠা এখন ব্রিটিশ লাইব্রেরির সাইটে পাওয়া যাবে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের অধিবাসীরা দু শতাধিকেরও বেশি সংবাদপৃষ্ঠার সংকলন এখন এ সাইটে পাওয়া যাবে। আগ্রহীরা (www.bl.uk) এ সাইটে সংবাদপত্রের পৃষ্ঠাগুলো দেখতে পারবেন।

এ মুহূর্তে সীমিত আকারে হলেও অচিরেই এ আকার আরও বাড়ানো সম্ভব হবে বলে ব্রিটিশ লাইব্রেরি সূত্র জানিয়েছে। এ অনলাইন লাইব্রেরির সমৃদ্ধ সংবাদপত্র সংকলন আর্কাইভ এবং সার্চইঞ্জিন সাধারণ পাঠক এবং আগ্রহীদের জন্য একেবারেই বিনামূল্যে দেওয়া হবে।

ব্রিটিশ লাইব্রেরির হেড অব নিউজপেপার এড কিং জানান, এমনটি ব্রিটিশ লাইব্রেরি কখনই করেনি। শত বছরের পুরোনো ধারার এ সংবাদমাধ্যমগুলো নতুন প্রজন্মের সাংবাদিক, সম্পাদক এবং সংশ্লিষ্টদের জন্য সংগ্রহযোগ্য একটি উদাহরণ হবে।

বাংলাদেশ সময় ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।