ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট গ্রাহক কমেছে, বেড়েছে টেলিটকের গ্রাহক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
ইন্টারনেট গ্রাহক কমেছে, বেড়েছে টেলিটকের গ্রাহক

ঢাকা: চলতি বছরের জুলাই মাস শেষে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা চার লাখ বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ২১ লাখ ১৭ হাজার। তবে এক মাসের ব্যবধানে ২৩ হাজার কমেছে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত সর্বশেষ জুলাই মাসের প্রতিবেদনে দেখা গেছে, ইন্টারনেট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৬১ লাখ ৭৬ হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ৪ লাখ ২ হাজার।

আইএসপি এবং পিএসটিএন ৫৭ লাখ ৩৪ হাজার।

গত জুনে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৯ কোটি ৬১ লাখ ৯৯ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৯ কোটি ৪ লাখ ৯ হাজার, আইএসপি এবং পিএসটিএন ৫৭ লাখ ৩৪ হাজার।  

দুই মাসের তুলনায় জুনের চেয়ে জুলাইয়ে ইন্টারনেট গ্রাহক কমেছে ২৩ হাজার। ৯০ দিন ব্যবহারকারীর হিসাব ধরে পরিসংখ্যান প্রকাশ করে বিটিআরসি।

২৩ হাজার ইন্টারনেট গ্রাহক কমে যাওয়ার বিষয়ে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খাঁন বাংলানিউজকে বলেন, বিশাল সংখ্যক গ্রাহকের মধ্যে সামান্য হেরফের হতে পারে। এটা বড় কোন পরিবর্তন নয়।

অন্যদিকে, জুলাইয়ে মোবাইল গ্রাহক সংখ্যা ১৬ কোটি ২১ লাখ ১৭ হাজার। এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার, রবি’র ৪ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৭ লাখ ১৬ হাজার এবং টেলিটকের ৪২ লাখ ২৯ হাজার।

জুনে মোট মোবাইল গ্রাহক ছিল ১৬ কোটি ১৭ লাখ ৭২ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৫৩ লাখ ৩০ হাজার, রবি’র ৪ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার এবং টেলিটকের ৩৮ লাখ ৩৬ হাজার।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অন্যান্য অপারেটরের তুলনায় আগের মাসের চেয়ে জুলাইয়ে টেলিটকের গ্রাহক সংখ্যা বেড়েছে তিন লাখ ৯৩ হাজার। টেলিটকের সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজের কারণেই মূলত গ্রাহক বেড়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।